বয়াল কান্ডে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, টুইট করলেন রাজ্যপাল
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকেই ছাপ্পাভোটের অভিযোগ উঠছিল। তারপর দুপুরে নন্দীগ্রামের বয়ালের সেই বুথে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বুথের বাইরে কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী-সমর্থকরা। তারইমধ্যে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা। নালিশ ঠুকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছেও। বয়ালের বুথে বসেই ফোন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে।
বয়াল কাণ্ডে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে, জানিয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবার করা এক টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে যে সমস্যার কথা জানিয়েছেন তা আমি নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সমস্ত আশ্বাস দেওয়া হচ্ছে। আমি নিশ্চিত গণতন্ত্র রক্ষার জন্য সকলে সঠিক পদক্ষেপ নেবেন। (ফাইল ছবি)