তৃতীয় দফাতেও কমিশনের ভূমিকা নিয়ে সোচ্চার মমতা, টুইট করলেন ভিডিও ক্লিপ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দ্বিতীয় দফার পর তৃতীয় দফাতেও নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রভাব নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দ্বিতীয় দফার ভোটে নিজের আসন নন্দীগ্রামে ছাপ্পা ভোট নিয়ে সরব হন তিনি। প্রায় দু ঘন্টা থাকেন একটি বুথে। গোটা ঘটনার রিপোর্ট তলবও করে কমিশন।
তৃতীয় দফার নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কমিশনের নীরবতা নিয়ে। একটি টুইটে তিনি লিখেছেন “নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ জানানো সত্বেও কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার অব্যহত। কমিশন নীরব দর্শকের ভূমিকায়। ওদিকে উর্দিধারীরা বিভিন্ন জায়গায় তৃণমূলের ভোটার ও অন্যান্যদের প্রকাশ্যে একটি নির্দিষ্ট দলে ভোট দিতে প্রভাবিত করছে।”।
সংবাদ মাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিও ক্লিপ টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে হুগলীর গোঘাটে একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধর এবং বিজেপি কে ভোট দিতে বলার অভিযোগ জানাচ্ছেন এক ব্যক্তি।