কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ২০০৭ সালের ১৪ মার্চ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায়।বাম জমানায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উঠে এসেছিল সংবাদ শিরোনামে। ভূমি উচ্ছেদ আন্দোলনকারীদেরম ওপর চলেছিল গুলি। সেই গুলিতে ১৪ জন গ্রামবাসীর প্রাণ গিয়েছিল।
২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনকে হটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। রাজ্য রাজনীতির মানচিত্রে ঘটে পরিবর্তন। আজ, রবিবার নন্দীগ্রাম দিবসে সেই আন্দোলনের কথা স্মরণ করে ট্যুইটারে এক বার্তা পোস্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইট বার্তায় কি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নন্দীগ্রাম আন্দোলনের শহীদ পরিবার ও সেদিনের সেই আন্দোলনের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘২০০৭ সালে আজকের দিনে নন্দীগ্রামে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন নিরীহ গ্রামবাসীরা। অনেকের লাশ পাওয়া যায়নি সেদিন। রাজ্যের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় ছিল সেই দিনটি। নন্দীগ্রামের মাটিতে সেদিন যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই’।
উল্লেখ্য এই নন্দীগ্রাম আসন থেকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মেগা ডুয়েল দেখতে চলেছেন রাজ্যবাসী। নন্দীগ্রামেই মনোনয়ন দাখিল করার পর পায়ে গুরুতর আঘাত পান তৃণমূল সুপ্রিমো। হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর আজ হুইলচেয়ারেই রাজপথে নেমেছেন তিনি।