কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ এবার খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল নির্বাচন কমিশন।
নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় বলেন তৃণমূল যদি ফের ক্ষমতায় আসে বিনামূল্যে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে রেশন।
নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে।এর আগেও এক বিজেপি নেতা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানান। তাঁর বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে থাকা ৬টি অপরাধমূলক মামলার তথ্য মনোনয়নপত্র জমার সময় উল্লেখ করেননি।’’