কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ নন্দীগ্রামে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রীন করিডর করে আপাতত তাঁকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে।
আজই হলদিয়ায় পেশ করেছেন মনোনয়ন পত্র। বুধবারেও তাঁর নন্দীগ্রামে থাকার কথা ছিল। কিন্তু একটি মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় পায়ে গুরুতর চোট।পান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন চার থেকে পাঁচ জন মিলে ধাক্কা দেয় তাঁকে। সে সময় পুলিশ ছিলনা বলেও দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু জেডপ্লাস নিরাপত্তা পান রাজ্যের মুখ্যমন্ত্রী তারপরও কি করে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানোর কথা জানিয়েছেন মমতা। আপাতত তাঁকে কলকাতায় আনা হচ্ছে।
গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা। বলেন,’পা ফুলে গিয়েছে। ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিস ছিল না। পুলিস সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে। আমার বুকে যন্ত্রণা করছে। নির্বাচন কমিশনে জানাব।’