এমসিসি মানে মোদী কোড অফ কনডাক্ট, তোপ মমতার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কমিশন তিনদিনের নিষেধাজ্ঞা জারি করেছেন শীতলকুচিতে রাজনৈতিক নেতা-নেত্রীদের পা রাখার ক্ষেত্রে। কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে এবার সরব মমতা।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
এমসিসি – মানে ‘মডেল কোড অফ কনডাক্ট নয়, মোদী কোড অফ কনডাক্ট!’ এভাবেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
রবিবার সকালে একটি ট্যুইট করেন তৃণমূলনেত্রী। তাতে মমতা লেখেন, ‘কমিশনের উচিত নিজের নাম পাল্টে এমসিসি রাখা, যার অর্থ মোদী কোড অব কনডান্ট।’ তৃণমূলনেত্রী আরও লেখেন যে বিজেপির সমস্ত শক্তি প্রয়োগ করলেও মানুষের বেদনা ভাগাভাগি করার থেকে আমাকে থামাতে পারবে না। কোচবিহারের ভাই-বোনদের সঙ্গে আমার দেখা ৩ দিনের জন্য বন্ধ করতে পারে কমিশন। আমি চতুর্থ দিন সেখানে যাব।