ম্যানিকিওর।
আপনি কি জানেন হাথে নখে আঙ্গুলে যদি ময়লা থেকে থাকে সেই কারণেও আমদের পেটে ব্যাথা হয়ে। সেই জন্য নখ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
নখ পা এর হক কিংবা হাতের হক না কেনো দুটো কেই অবশ্যই সব সময় করে করা জরুরি কারণ পায় আর হাতের নখ পরিষ্কার থাকলেও কিন্তু আমদের মুখের সৌন্দর্যতা বারে তাই সব সময় হাথ আর পা দুটোকেই পরিষ্কার রাখুন।।
আশুন দেখে নি কি ভাবে টেক ক্যার করবেন নিজেকে।
১. হাতের নখএর সুন্দর্য বজায় রাখার জন্য নখ এর পরিচর্যা করাকে ম্যানিকিওর বলা হয়।
উপকরণ;
১. ম্যানিকিওর বক্স
২. টাওয়াল
৩. তুলো
৪. মোটা ব্রাশ
৫. সম্পু
৬. নেইলপলিশ
৭. নেইল ব্রাশ
৮. প্লাস্টিকের গামলা ও বাটি
৯. কুলিকাল কেয়ার
১০. সফটনার
১১. বেসকোড
১২. টপকোড
১৩. ম্যাসাজ ক্রিম
১৪. স্ক্রাবার
১৫.স্যান্ডেল প্যাক
১৬. গোলাপ জল
১৭. লুফা
১৮. জেল
প্রণালী;
১. প্রথমে তুলো দিয়ে নখ এর নেইল পলিশ তুলে ফেলতে হবে।
২. প্লাস্টিকের গামলার উষ্ণ জলের মধ্যে শ্যাম্পু ও জেল দিতে হবে।ওই জলে হাত কিছুক্ষন ভিজিয়ে রেখে নাইলব্রুস ও লুফে দিয়ে হাত ও নখ পরিষ্কার করতে হবে।
৩. তারপর ঠান্ডা জল দিয়ে হাত ধুয়ে নিয়ে নাইলকাটার ও ফাইলার দিয়ে নখ গুলো সেফ করে নিতে হবে।
৪. কিউটিকল ক্রিম নখের ওপর লাগিয়া Natural nail enamel দিয়ে নখ এর 2 পাশের মাংস চেপে বসিয়ে দিতে হবে। কিউটিকাল পুসার দিয়ে নখের ওপর চেছে পরিষ্কার করতে হবে।
৫. এরপরে 10 মিনিট স্ক্র্যাবিং করতে হবে।
৬. তার পরে হাত মুছে ম্যাসাজ ক্রিম লাগিয়ে হাথ ম্যাসাজ অনুযায়ী 2 রাউন্ড ম্যাসাজ করতে হবে।
৭. এর পরে হাত মুছে স্যান্ডেল প্যাক এ গোলাপ জল গুলে মোটা ব্রাশ এর সাহায্যে লাগাতে হবে।
৮. হাতের প্যাক শুকিয়ে গেলে টাওয়াল দিয়ে মুছে মস্ট্রিরাইজার লাগাতে হবে।
৯. নখে প্রথমে বসে কোট পরাতে হবে।তারপরে নখের মাঝখানে ও 2 পাশে নেইল পলিশ পরতে হবে।
১০. প্রথম কোট শুকিয়ে গেলে দ্বিতীয় কোট পরাতে হবে।