কর্মীরা আক্রান্ত হচ্ছেন করোনায়, ট্রেন কমলো মেট্রোয়
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ একের পর এক কর্মীরা আক্রান্ত হচ্ছেন করোনায়। তাই ট্রেন কমানোর সিন্ধান্ত নিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী ২৬ এপ্রিল থেকে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। একটি প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এমনিতে সাধারণ কাজের দিনে মেট্রো চলাচল করে মোট ২৫৮টি। কিন্তু সোমবার থেকে এই সংখ্যাটা দাঁড়াবে ২৩৮ এ। শনি ও রবিবার কম চালানো হবে মেট্রো। শনিবার ২১৮টি ও রবিবার মাত্র ১০০টি মেট্রো চালানো হবে।
জানা যাচ্ছে সোমবার থেকে সকাল ৮:৫৪ মিনিট থেকে সন্ধে ৭:০৪ পর্যন্ত আপ ট্রেন এবং ডাউনে ট্রেন চলবে সকাল ন’টা থেকে সন্ধে ৭:২৮ পর্যন্ত। শনিবার ৭-৮ মিনিটের ব্যবধানে চলবে ট্রেন। রবিবার যেহেতু ট্রেনের সংখ্যা অনেকটাই কম, তাই সেদিন প্রায় ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে। কবি সুভাষ ও দমদম থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ন’টা দশে।