কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ভয়াবহ অগ্নিকান্ডের জেরে মুম্বাইয়ের একটি কোভিড হাসপাতালে প্রাণ হারালেন কমপক্ষে চারজন রোগী। সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে বাণিজ্য নগরী মুম্বাইয়ের ওই কোভিড হাসপাতালে আগুন লাগে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
জানা গিয়েছে হাসপাতালে ভর্তি ছিলেন ৭০ জনেরও বেশি রোগী।একটি শপিং মলের তিন তলায় রয়েছে হাসপাতালটি। সেখানে থেকেই ছড়িয়ে পড়ে আগুন। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় ২২-২৩টি দমকলের ইঞ্জিন। রাতভর চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।
মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) প্রশান্ত কদম জানিয়েছেন, আগুন নেভাতে প্রায় ২২ টি দমকলের গাড়ি হাসপাতালে পৌঁছায় । রাত্রি সাড়ে বারোটা নাগাদ প্রথমে শপিং মলের দ্বিতীয় তলায় আগুন লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে।
ওই সময় শপিং মল বন্ধ থাকায় সেখানে কোনো প্রাণ হানি হয়নি। তবে শপিং মলের তিন তলায় এই হাসপাতালটি থাকায়। কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় হাসপাতালে দুজন রোগী মারা গিয়েছে। তিনি আরও জানান, উদ্ধার কাজ এখনও চলছে। সাত জন কোভিড রোগী ভেন্টিলেটরে ছিলেন। এমনিতেই করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত মহারাষ্ট্র তথা মুম্বই। তার মধ্যে এই ধরনের ঘটনার জেরে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।