কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগ্রেডের সভাতেই পদ্ম শিবিরে অভিষেক হল মহাগুরু মিঠুন চক্রবর্তীর।
মোদীর বিগ্রেড জনসভায় অন্যতম তারকা আকর্ষণ ছিলেন অক্ষয়কুমার তেমনই বর্ষীয়ান বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। সরাসরি বিজেপিতে এইদিনই যে যোগদেবেন এমন ইঙ্গিত ছিলনা।
মিঠুনের কথায়, তিনি ভোট রাজনীতিতে রাজি আগ্রহী নন। তবে নরেন্দ্রমোদীর হাত শক্ত করতে চান বলেই বিজেপিতে যোগদান করলেন। “মোদীজির” গরীবের জন্য যে সব প্রকল্প ঘোষণা করেছেন তাও তাঁকে অনুপ্রাণিত করেছে বলে জানান মিঠুন। দলীয় উত্তরীয় পরিয়ে মিঠুন চক্রবর্তীকে দলে স্বাগত জানান কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায় প্রমুখ।