কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর হয়ে বৃহস্পতিবার প্রচার করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন সকালে মিঠুন হেলিকপ্টারে পৌঁছে যান বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্রে। এরপর দলীয় প্রার্থীর সমর্থনে শুরু করেন রোড শো।
মহাগুরু কে দেখবার জন্য স্বাভাবিক ভাবেই উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। সকলেই চেয়েছেন যাতে মুঠোফোনে বন্দী করা যায় মিঠুনকে।মিঠুন চক্রবর্তীর গাড়ির দুপাশে, সামনে পিছনে বহু মানুষ হাঁটতে থাকেন। অনেকে আবার মহাগুরু, কিংবা এমএলএ ফাটা কেষ্ট বলে চিৎকার করতে থাকেন। মিঠুন বলেন, গরিবের জন্য লড়াই করতে হবে। বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদও করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগ্রেড জনসভায় গত ৭ মার্চ আনুষ্ঠানিক ভাবে মিঠুন বিজেপিতে যোগদেন।
এদিন শুধু শালতোড়াতেই নয় পুরুলিয়ার মানবাজার এবং কেশিয়ারিতে রোড শোতে অংশ নেবেন তিনি।