অব্যাহত রাজনৈতিক হিংসা, মালদহে বিজেপি প্রার্থীকে গলায় গুলি
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ অষ্টম তথা শেষ দফায় ভোট হবে মালদায়। তার আগেই রক্ত ঝরল মালদহে। মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। তাঁর গলায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
রবিবার পুরাতন মালদার সাহাপুর বাজারে সভা করে বিজেপি কার্যালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সন্ধ্যা সাড়ে ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে গুলি করা হয়। গোপাল চন্দ্র সাহার গলায় গুলি লাগে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, প্রচার শেষ করার পরেই এই হামলা হয়। এই ঘটনায় তিনি কারও বিরুদ্ধে অভিযোগ না করলেও, কেউ দুষ্কৃতীদের গ্রেফতার করা গেল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।