টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে, যশোরেশ্বরী- ওড়াকান্দী পরিদর্শন মোদীর
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ শনিবার সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোজা চলে যান টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে। সেখানে শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।
বঙ্গবন্ধুর সমাধিস্থলে দাঁড়িয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করলেন।
আজ সকালে সাতক্ষীরার ঈশ্বরীপুর গ্রামে যশোরেশ্বরী কালী মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী মোদী। উপমহাদেশের ৫১ সতী পীঠের মধ্যে এটি একটি।
এর পাশাপাশি গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দির পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে তিনি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন। এরপর মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওড়াকান্দিতে পৌঁছান তিনি। ওড়াকান্দিতে যাওয়ার আগে সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা-প্রার্থনা করেন নরেন্দ্র মোদি। এরপর গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন। আজই দেশে ফেরার কথা তাঁর।