ষষ্ঠ দফাতেও ভোটদানের আর্জি জানিয়ে মোদী- শাহর টুইট
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ প্রতি দফার মত ষষ্ঠ দফাতেও ভয়মুক্ত হয়ে নাগরিক অধিকার প্রয়োগের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। টুইট করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি রেখেছেন তাঁরা।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
রাজ্যের শাসকদল তৃণমূলকে পরোক্ষে আক্রমণও শানিয়েছেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ট্যুইট করে রাজ্যের মানুষদের রেকর্ড হারে ভোট দিতে আহ্বান জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী ।
উল্লেখ্য সারা দেশে করোনা তিন লক্ষের গণ্ডি টপকে গিয়েছে। সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে বাংলায় কোভিড সংক্রমণ। এই রাজ্যে ইতিমধ্যে দশ হাজার পেরিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তার মাঝে বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে বাংলার চার জেলার ৪৩টি আসনে।