মমতাকে বাংলায় চিঠি লেখেন মোদী
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে আটদফার মধ্যে তিনদফার ভোট সম্পূর্ণ হয়েছে। বাংলা কে পাখির চোখ করেই এগোচ্ছে বিজেপি। দফায় দফায় দিল্লি থেকে উড়ে আসছেন মোদী -শাহরা।
মঙ্গলবার তৃতীয় জনসভা নির্বাচনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেন হাওড়ার ডুমুরজলায়। স্বভাবোচিত ভঙ্গীতেই তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন।
তবে তার পাশাপাশি মোদী নাকি মমতাকে বাংলাতে চিঠিও লিখেছেন। নিজেই একথা জানিয়েছেন মোদী। মমতার জন্মদিনে তাঁকে বাংলায় শুভেচ্ছাপত্র পাঠাতেন মোদী। মমতা জবাব দিতেন গুজরাটি ভাষায়। নিজের নিজের মাতৃভাষার প্রতি এহেন প্রগাঢ় শ্রদ্ধাই কাজ করেছে দুই শীর্ষ রাজনৈতিক নেতা-নেত্রীর।
তবে মোদী আরও বলেছেন শুধু মমতা নয় তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাঁদের মাতৃভাষায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
উল্লেখ্য মমতাও মোদীর জন্মদিনে কুর্তা৷ মিষ্টি পাঠাতেন।তবে বামেরা একে মোদী-মমতা সেটিং বলে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করে দিয়েছেন। (ফাইল ছবি)