কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
কলকাতা লিগের প্রথম ম্যাচেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন ক্রোমা । যদিও বিতর্কের আগুনে ঘি না পড়ে তার চেষ্টা ও করলেন তারকা ফুটবলার । সবুজ -মেরুন শিবিরের হয়ে খেলে যাওয়া ক্রোমাকে নিয়ে মোহনবাগান সমর্থক দের ক্ষোভ মেটে কিনা , তা এখনই বলা মুশকিল ।
মোহনবাগানের মাঠে পিয়ারলেস বনাম খিদিরপুরের ম্যাচ ছিল ।৩৮ মিনিটে র মাথায় খিদিরপুরের জালে বল জড়ান ক্রোমা ।সেলিব্রেশনের উদ্দেশে এগিয়ে যান কর্ণার ফ্ল্যাগের দিকে ।লাফিয়ে উচ্ছাস প্রকাশ করার পর তিনি লাথি মেরে বসেন সবুজ- মেরুন পতাকায় ।
এই ঘটনার কথা সামনে আসতেই ক্ষোভে ফুঁসতে থাকেন মোহনবাগান সমর্থকরা ।ক্রোমা অবশ্য নইজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন সবুজ- মেরুন সমর্থকদের কাছে ।দুঃখ প্রকাশ করে তিনি জানান , ওটা মোহনবাগানের পতাকা না বুঝেই পা লাগিয়ে ফেলেছেন ।আসলে গোল করে সেলিব্রেশনের সময় অতটা লক্ষ করেন নি তিনি ।ক্রোমা বলেন , “মোহনবাগানে খেলেছি ।এই ক্লাব আমার মায়ের মতো ।জেনেশুনে মাকে অপমান করব না ।অজান্তে ভুল হয়ে গেছে ।বুঝতে পারিনি ওটা মোহনবাগানের পতাকা ছিল ।নিজের অজান্তে মোহনবাগান সমর্থকদের আবেগে আঘাত করে থাকলে ক্ষমা চাইছি” ।