কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
মাদার ডেয়ারির নাম বদলে বাঙলা ডেয়ারি করা হবে ।বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন , “মাদার ডেয়ারি কে আমরা বাঙলা ডেয়ারি করব ।এ নিয়ে অনেকবার ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে আগে অনেক বার কথা বলেছি ।মাদার ডেয়ারি বাঙলার সংস্থা নয় ।বাঙলার গরুরা যখন দুধ দেয় , চাষিরা দুধ উৎপাদন করেন তাহলে বাঙলা ডেয়ারি নাম রাখা হবে না কেন ?”
এদিন তিনি আরও বলেন , “বাঙলা ডেয়ারি বাঙলার সঙ্গে সম্পর্কিত ।এখন মাদার ডেয়ারি নামেই চালানো হচ্ছে কিন্তু আর চালাব না। কিছুদিনের মধ্যেই নাম বদল করা হবে “।এ নিয়ে মুখ্যসচিব এবং অন্যান্য দের সঙ্গে কথা হয়েছে বলেও তিনি জানান ।