মাদার টেরেসার (Mother Teresa) জন্মদিন উপলক্ষে পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেই ছবি নিয়েই যাবতীয় বিপত্তি!অভিযোগ, ছবিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও (Jyoti Basu) ছিলেন। কিন্তু তাঁর ছবি ক্রপ করে, অর্থাৎ বাদ দিয়ে ছবিটি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। এই ছবি পোস্ট করার পর থেকেই প্রসেনজিৎকে নিয়ে নেটিজেনরা নানারকম মন্তব্য করতে শুরু করে দিয়েছিল নেটপাড়ায়। আর দিন শেষে নতুন এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন প্রসেনজিৎ। শনিবার নিজেই যাবতীয় সমালোচনায় ইতি টানলেন। সম্পূর্ণ ছবিটি পোস্ট করে তাঁর বক্তব্য,’উদার হোন। অপ্রয়োজনীয় ঘৃণা ছড়াবেন না।’
নেট মাধ্যমে প্রসেনজিৎ যে ছবিটি শেয়ার করেছিলেন, তা থেকে ছাঁটাই হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী। ছবিটি নজরে আসতে নেটিজেনরা প্রশ্ন করেন,’কার সুনজরে থাকতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাদ দিলেন? কারও প্রশ্ন,’জ্যোতি বসু নাকি নিজের প্রাক্তন স্ত্রীকে এড়ালেন?’ এ দিন মাদার টেরেসার সঙ্গে সম্পূর্ণ ছবিটি ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে লিখলেন, আমি সাধারণত ট্রোলের জবাব দিই না। তবে এবারটা দিতে হল, কারণ এই ট্রোলের সঙ্গে এমন দু’জনের নাম জড়িত, যাঁদের আমি সম্মান করি। অনেক আগে এটা পেয়েছিলাম। ভাবলাম মাদার টেরেসার জন্মদিনে শেয়ার করি। পোস্টের মূল উদ্দেশ্য ছিল মাদার টেরেসাকে সম্মান জানানো।’