34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

অতিমারির প্রকোপ কাটিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে বাংলা ছবি , মুখোশের প্রিমিয়ারে চাঁদের হাট

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

বুধবার আইনক্সে বিরসা দাশগুপ্ত পরিচালিত মুখোশের তারকা ঝলমলে প্রিমিয়ার হয়ে গেল ।শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন , অনির্বাণ ভট্টাচার্য , কৌশিক সেন , পায়েল দে , চান্দ্রেয়ী ঘোষ ও অনির্বাণ চক্রবর্তী ।

বাংলা সিনেমায় এক পরিচিত মুখ বিরসা দাশগুপ্ত ।বিভিন্ন ধারার ছবিতে পরিচালনার দক্ষতা প্রকাশ করেছেন তিনি ।মুখোশ ছাড়াও তাঁর ঝুলিতে আছে বিবাহ অভিযান , গ্যাংস্টার , ক্রিসক্রসের মতো ছবি ।সম্প্রতি ব্ল্যাক উইনডোস সিরিজে তিনি বলিউডেও স্বকীয়তার ছাপ রেখেছেন ।
কৌশিক সেন বাংলা মঞ্চ ও ছবির দুনিয়ার এক সফল মুখ ।মুখোশ -এও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন । এর আগে তাঁকে দেখা গিয়েছে জুলফিকার , রাজকাহিনী , ওপেন টি বায়োস্কোপ -এর মতো জনপ্রিয় ছবিতে ।মুখোশের মাধ্যমে বড় পর্দায় পা রাখলেন পায়েল দে। যদিও তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ । অনির্বাণের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে ।

মুখোশ – এ রোমাঞ্চ ছড়িয়ে দিতে আবহ এবং গানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।সেই দায়িত্ব অনায়াসেই সামলেছেন নবারুণ বসু ।এই ছবি ছাড়াও নবারুণ বসু রেনবো জেলি ও ট্যাংরা ব্লুজ -এর সঙ্গীত পরিচালনা করেন । অনির্বাণ চক্রবর্তী বিখ্যাত একেন বাবু ও জটায়ু হিসেবে ।

লকডাউন ওঠার পরে প্রথম হলমুক্তি ঘটল রহস্য রোমাঞ্চকর ছবি মুখোশ দিয়ে ।পরিচালক থেকে প্রযোজক এবং অভিনেতাদের তাই আশা , বাংলা ছবির বাণিজ্যে জোয়ার আনবে বিরসা দাশগুপ্তের এই ছবি ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.