রেমডিসিভির দিতে হবে হাসপাতালকেই, নির্দেশিকা জারি করল নবান্ন
.
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউতে বেলাগাম সংক্রমণ দেশ জুড়ে। তার সঙ্গে যুক্ত হয়েছে অক্সিজেন, বেড এবং ওষুধের অপ্রতুলতা। এমতাবস্থায় কড়া অবস্থান নিল নবান্ন।
রেমডেসিভির ইঞ্জেকশন বিক্রির বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যদফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কোভিড রোগীদের চিকিৎসার জন্যে রেমডেসিভির ইঞ্জেকশন সরবরাহ করবে সংশ্লিষ্ট হাসপাতাল। কোন ওষুধের দোকানে বিক্রি করা যাবেনা রেমডেসিভির।
নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা রোগীর জন্যে ওষুধ সরবরাহ করার দায়িত্ব হাসপাতালের। নির্দেশিকা অনুসারে কোনো হাসপাতাল করোনা রোগীর আত্মীয়কে প্রেসক্রিপশন দিতে পারবে না। হাসপাতালের দায়িত্ব ওষুধের ব্যবস্থা করা।ইতিমধ্যেই রাজ্যসরকার রোগীদের রেমডেসিভির বিক্রি নিষিদ্ধ করেছে।ইঞ্জেকশনগুলি সরাসরি হাসপাতালে সরবরাহ করতে হবে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।