করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নদীয়ার বিজেপি নেতা গৌরি শঙ্কর দত্ত
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে একের পর প্রাণ হারাচ্ছেন বিভিন্ন রাজ রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিজেপি নেতা গৌরি শঙ্কর দত্ত।এর আগে করোনার বলি হয়েছেন সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের কংগ্রেস ও আরএসপি প্রার্থী যার জেরে পিছিয়ে গিয় ওই দুই কেন্দ্রের ভোট। আগামী ১৬ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন হবে। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহাও।
২০ এপ্রিল করোনায় আক্রান্ত হন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। গত ১০ মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৬ সালে তেহট্ট বিধানসভা কেন্দ্রে থেকে জয়ী হলেও এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল।
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত এই বিজেপি নেতা ভর্তি ছিলেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার সভাপতি ছিলেন তিনি। ভোটের আগেই বিজেপিতে যোগ দেন গৌরীশঙ্কর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।