নন্দীগ্রাম থেকে কেশপুর বিক্ষিপ্ত অশান্তি, রিপোর্ট তলব করলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বয়ালে বুথের মধ্যে কেন ২ ঘন্টা আটকে রইলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
নন্দীগ্রাম থেকে কেশপুর, দ্বিতীয় দফার ভোটে রাজ্যের একাধিক ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠালেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক (সিইও) আরিজ আফতাবকে ফোনও করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কাজ করছে আধা সামরিক বাহিনী। নন্দীগ্রামে বয়ালের বুথ থেকে বেরিয়ে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বহিরাগত এনে ভোট করানোর অভিযোগ তোলার পাশাপাশি কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মমতা এ দিন বলেন,’কয়েকটা এলাকার লোকেদের ভোট দিতে দিচ্ছে না। বিজেপির প্রার্থী চূড়ান্ত অসভ্যতা করেছেন। বিভিন্ন এলাকায় গিয়ে তাণ্ডব করছে। আবু তাহেরের বাড়িতেও গিয়েছে। ৬৩টি অভিযোগ পাঠিয়েছে। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। গণতন্ত্র নিয়ে চিন্তিত। কাউকে ভোট দিতে দেয়নি। এখানে চিটিংবাজি হয়েছে। ৩ দিন ধরে অত্যাচার করেছে। এজেন্টদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে। ফাটিয়ে দেওয়া হয়েছে নাক-মুখ।’