শীতলকুচি ইস্যুতে এবার মমতার বিরুদ্ধে সুর চড়ালেন মোদী
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ শীতলকুচিতে চতুর্থ দফার নির্বাচনের দিন পাঁচজনের মৃত্যু নিয়ে রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন, তেমন সোমবার কল্যাণীর জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে শীতলকুচি ইস্যুতে সরাসরি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শীতলকুচির গুলি চালানোর ঘটনায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণীর জনসভা থেকে সরাসরি বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নরেন্দ্র মোদী অভিযোগ করে বলেন, শীতলকুচির ঘটনা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপ্পা ভোটের মাস্টারপ্ল্যানেরই অংশ। প্রধানমন্ত্রীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দলিত, আদিবাসী, তফসিলি, মতুয়া, নমঃশূদ্র সবার ভোটাধিকার কেড়ে নিতে চান। সেজন্যই ছাপ্পার পরিকল্পনা করেছিলেন। আর তার ফলেই ঘটেছে শীতলকুচির ঘটনা।