নারদকাণ্ডে এবার ‘সুপ্রিম মোড়’। তৃণমূলের চার নেতা-মন্ত্রীর গৃহবন্দি থাকার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে তার বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে আজই কলকাতায় নারদ মামলার হেভিওয়েট শুনানি হওয়ার কথা । সিবিআই সুপ্রিম কোর্টে নারদ মামলার স্পেশাল লিভ পিটিশন করেছে হাই কোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে। তবে আজ সকাল ১১টায় কলকাতা হাই কোর্টে নারদ মামলার বৃহত্তর বেঞ্চে শুনানি হওয়ার কথা। বৃহত্তর বেঞ্চে রয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।
সিবিআই আজই সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি যাতে হয় সেই আবেদন জানাবে। সিবিআই হাইকোর্টের মামনীয় বিচারপতিদের কাছে নারদ মামলার মুলতুবি চেয়ে আবেদন জানিয়েছে। অভিযুক্তদের কাছেও এই মর্মে চিঠি দিয়েছে। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিবিআই-র আবেদনের বিরোধিতা করবো।