মঙ্গলবার সাতসকালে গুলি চালানোর অভিযোগ উঠল হাওড়ার জগাছায়। বকুলতলা লেন এলাকায় নতুন বাড়ি তৈরির জন্য মালিক শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয় তাঁকে । বাবাকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতিদের রোষের মুখে পড়েন ও তাদের হাতে আক্রান্ত হন ছেলে জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। ভাগ্যক্রমে গুলি গায়ে না লাগলেও জয়ন্তের মাথায় রিভলবারের বাঁট দিয়ে আঘাত করা হয় । অভিযোগ, শম্ভুনাথবাবুর সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে জগাছা থানার পুলিশ।
, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দু’জন এসে বাইরে বেরোনোর পর কিছুটা দূরে নিয়ে গিয়ে টাকা দাবি করে ওই দুজন। তখন শম্ভুনাথ বাবু ক্লাবকে বিষয়টি জানাবেন বলেন৷ তখনই তারা আগ্নেয়াস্ত্র বের করে প্রায় এক ভরি সোনার হার ছিনিয়ে নেয়।
এই ঘটনা প্রসঙ্গে আক্রান্ত বাড়ির মালিক শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় জানান ভোর সাড়ে পাঁচটা নাগাদ দু’জন এসে তাঁকে ডাকাডাকি করে। বাইরে এলে কিছুটা দূরে নিয়ে গিয়ে টাকা দাবি করে। তখন উনি ক্লাবকে বিষয়টি জানাবেন বলে তাদের জানান। তখনই তারা আগ্নেয়াস্ত্র বের করে। প্রায় ১ভরি সোনার হার ছিল বাবার গলায়। সেটা ছিনিয়ে নেয়। আগ্নেয়াস্ত্র বের করতে দেখে তিনি চিৎকার করলে দুষ্কৃতীদের একজন তাকে ছেড়ে ছেলেকে মারতে বলে। তখন একজন হঠাৎই আমার ছেলেকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু সরে যাওয়ায় সেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর সেই রিভলবারে যখন আর একটি গুলি ভরতে যাচ্ছিল, তখনই সে ওকে ঝাঁপিয়ে ফেলে দেয়। ধাক্কায় রিভলবারটি পড়ে যায় মাটিতে। একজন এসে ওকে লাথি মারে। এরপর তাদের মধ্যে একজন বন্দুকের বাঁট দিয়ে ওর মাথায় মেরে দৌড়ে পালিয়ে যায়। তাদের মুখে মাস্ক থাকায় চিনতে পারা যায়নি।