কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন আইপিএস অফিসার সুবোধকুমার জয়সওয়াল। তিনি ১৯৮৫ ব্যাচের IPS অফিসার। এর আগে মহারাষ্ট্র পুলিশ কমিশনার পদের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে CISF -এ ডিরেক্টর পদে বহাল তিনি। সিবিআই-র অধিকর্তা নির্ধারণে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা বৈঠক করেছিলেন।
বর্তমানে মহারাষ্ট্রের ক্যাডার সুবোধকুমার সিআইএসএফ-এর ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকেই খালি পড়ে রয়েছে এই পদটি। পূর্বতন প্রধান ঋষিকুমার শুক্লার মেয়াদ শেষ হয়ে যায় ওই মাসের প্রথম সপ্তাহেই। বঅন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে কাজ সামলাচ্ছেন অতিরিক্ত অধিকর্তা প্রবীন সিনহা। দায়িত্ব পাওয়ার আগামী দু’বছর সিবিআই অধিকর্তা পদের দায়িত্বে থাকবেন সুবোধ কুমার জয়সওয়াল।
গতকাল এই পদের জন্য সুবোধ কুমার জয়সওয়াল, কে আর চন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব ভি এস কে কৌমুদী এই তিনজনকে বেছে নেওয়া হয়। পরে বাকি দুজনকে বাতিল করে সুবোধ কুমার জয়সওয়ালকে বেছে নেওয়া হয়। কারণ বাকিদের চাকরির ছয় মাস বাকি ছিল না। তাই তাঁদের পরিবর্তে বেছে নেওয়া হয় সুবোধ কুমার জয়সওয়াল।