25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

নিখিলের সাথে আইনি লড়াইয়ে নয়া টুইস্ট , বড় সিদ্ধান্ত নিলেন হবু মা নুসরত

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

চলতি মাসেই নাকি সন্তানের জন্ম দেবেন নুসরত জাহান । টলিপাড়ায় কান পাতলেই নুসরত ও তাঁর হবু সন্তান নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে ।তবে এইসব গসিপকে উড়িয়ে দিয়ে নুসরত নিলেন এক বড়ো সিদ্ধান্ত ।নিখিল জৈনের সঙ্গে আইনি লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিলেন নিজের হাতে ।

খবরটা হল বুধবার শুনানি হওয়ার কথা ছিল নিখিল-নুসরত মামলার । তবে এদিন মামলার শুনানি হয় নি । আগামী ৩রা সেপ্টেম্বর শুনানির তারিখ দেওয়া হয়েছে ।অন্যদিকে নিখিলের সাথে আইনি লড়াইয়ে আইনজীবী বদলে ফেললেন নুসরত। এতদিন নুসরাতের হয়ে মামলা লড়ছিলেন সৌমেন রায়চৌধুরী । আর এবার নুসরতের হয়ে আদালতে লড়বেন আইনজীবী চিন্ময় গুহঠাকুরতা ।
বিতর্ককে একেবারে জলভাত বানিয়ে ফেলেছেন নুসরত । প্রথমে নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ইতি , গত নভেম্বর থেকে নিখিলের বাড়ি ছেড়েছেন তিনি ।তারপর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন ।তারপর সবাইকে চমকে দিয়ে মা হওয়ার ঘোষণা। তবে চমকের এখানেই শেষ নয় ।হবু সন্তানের বাবা কে , তা নিয়ে রটনা রটলেও মুখে কুলুপ এঁটেছেন নুসরত । উল্টে যশ দাশগুপ্তের হাত ধরে পার্ক স্ট্রিটে ঘুরেছেন তিনি । সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল সেই ছবি ।ছবি দেখে শোরগোল শুরু হয়েছিল নেটদুনিয়ায় ।নুসরতের জীবনে একের পর এক বিতর্কের ঝড় এসেছে ।তবুও নুসরত কিন্তু মনোবল হারান নি । বরং সেই ঝড় ঝাপটা কাটিয়ে মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন নুসরত জাহান ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.