নিমপাতা- ভেষজ ও ঔষধি উপাদানে ভরপুর একটি গাছ। যার ডাল পাতা রস সবই কাজে লাগে। চিরসবুজ ও বহু বর্ষজীবি একটি বৃক্ষ।
নিমপাতা নাম টা শুনলেই গায়ে জ্বর আসে অনেকেরই।
কিন্তু নিমে আছে অদ্ভূত গুণাবলী – শরীরের বিভিন্ন রোগ এবং রূপচর্চায় খুব ভালো কাজ দেয়। এর উপকারিতা জানলে চমকে যাবেন আপনিও।
ত্বকে চুল আর দাঁতের ক্ষেত্রে নিমের জুড়ি মেলা ভার
১. নিমপাতা কিন্তু ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী।ত্বকের ব্যাকটেরিয়া নাশ করতে নিম ভীষণ কার্যকর।
২. গায়ের দুর্গন্ধ দূর করে এই পাতা।
৩. নিম পাতা চুলে বেটে লাগালে রুক্ষ ভাব কমে যায় আর নতুন চুল গজায়।
৪. দাঁতের জন্য নিম ডাল ভীষণ উপকারী।
৫. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত কাঁচা হলুদ আর নিম পাতা বেটে এপ্লাই করুন দারুণ ফল পাবেন।
৬. নিম পাতার নিয়মিত ব্যবহারে আপনার মুখের ত্বককে করে তুলবে ব্রন মুক্ত ঝকঝকে ত্বক।
৭. নিম পাতাকে জলে ভালো করে ফুটিয়ে সেই জলে চুল ধুলে খুশকি থেকেও মুক্ত পাবেন।
স্বাস্থ্য রক্ষায় নিমের ভূমিকা
১. রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে নিমের রস।
২. বুকের ব্যথা হয় ঠান্ডা লাগার কারণে অনেক সময়, নিম পাতার রস গরম জলে ৩০ দিয়ে ৩ /৪ বার খেলে আরাম পাবেন।
৩. নিম তেল বাতের ব্যথা সারাতে একেবারে ধন্বন্তরির মত কাজ করে
৪. একজিমা হলে নিম পাতা বেটে এপ্লাই করুন উপকার পাবেন।
৫. নিম পাতা ফোটানো জল সকালে খালি পেটে খেলে কৃমি নাশ করে।
৬. চোখে চুলকানি হলে নিম পাতা ফোটানো জল ঠান্ডা করে চোখে ঝাপটা দিন আরাম পাবেন।
৭. নিম চা সুগার লেভেলকে ব্যালান্স রাখতে সাহায্য করে।