শেষ হল সর্বদলীয় বৈঠক, বদল হলনা নির্বাচনী নির্ঘন্টে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কোন বদল হচ্ছেনা নির্বাচনী নির্ঘন্টে।তবে করোনা বিধি মেনেই চলবে নির্বাচনী প্রচার। পরবর্তী চারদিনেই হবে বাকি চারদফার নির্বাচন।
আদালতের নির্দেশে কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে। নির্বাচনের বাকি চারটি দফা একবারে করার ক্ষেত্রেরে কোনও সিদ্ধান্তে পৌঁছল না কমিশন। বামেদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন নির্দেশিত করোনা বিধি মানছেন না।
করোনা বিধি মেনে নির্বাচন যাচ্ছে না। এই মর্মে হাই কোর্টে একটিও মামলা হয়েছিল। আদালতের নির্দেশেই নির্বাচন কমিশন শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকে। তবে এই বৈঠকে তৃণমূল বাকি তিন দফার নির্বাচন এক দফায় চাইলেও বিজেপি-র তাতে আপত্তি ছিল।
সংযুক্ত মোর্চার তরফে অভিযোগ করা হয়, কমিশন নির্দেশিত করোনা বিধি যথাযথভাবে মান্যতা দিয়ে নির্বাচন পরিচালনা হচ্ছে না। এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা বিধি লঙ্ঘন করছেন রাজ্যে সভা করতে এসে।