নীতিই সার, পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে ধুঁকছে দেশ। মাত্র ৬ রাজ্য পেতে চলেছে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ভ্যাকসিন নেই। তাই নীতিই সার। গোটা দেশে নয়, মাত্র ৬ রাজ্যে শুক্রবার থেকে শুরু হল ভ্যাকসিন। ১৮ থেকে ৪৪ বছরের জন্য নেওয়া হল এই ব্যবস্থা।
এদিকে কেন্দ্রীয় নীতি অনুযায়ী কথা ছিল, সারা দেশে এদিন থেকে ১৮ বছরের ঊর্দ্ধে ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু ভ্যাকসিন না থাকার কারণে মাত্র ৬ রাজ্য এই ভ্যাকসিনের সুবিধা পাবে। অন্যদিকে কেরল, গুজরাট, উত্তরাখণ্ড, পঞ্জাব, দিল্লি, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মত রাজ্যগুলি জানিয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার মত পর্যাপ্ত ভ্যাকসিন তাদের কাছে নেই। এই কর্মসূচি শুরু করতে যে পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন তার জোগান নেই। ইতিমধ্যে এই নিয়ে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক নেতানেত্রীরা।
এদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। টিকার যোগানের অভাবে বন্ধ রাখা হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। জানানো হয়েছে, ভ্যাকসিনের অভাবে ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে টিকাকরণ প্রক্রিয়া।
অন্যদিকে রাজস্থানে মাত্র তিনটি জেলায় ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তবে বঙ্গে এই ভ্যাকসিন শুরু হতে সময় লাগবে আরও কয়েকদিন। ভোটপর্ব পুরোপুরি মিটলে তবেই শুরু করা যাবে টিকাকরণ প্রক্রিয়া। একদিকে যেমন দিন দিন বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। তেমনই অক্সিজেনের আকাল, বেডের অভাব, পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবের চিত্রটাই এই পরিস্থিতিতে সঙ্কটের কারণ হয়ে দাড়িয়েছে।