কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ঘটেনি কোন হামলা, দুর্ঘটনার জেরেই আহত হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কাছে এমন রিপোর্টই জমা দিলেন রাজ্যের ২ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে। ওই ঘটনায় মুখ্যসচিবরে পাঠানো রিপোর্টেও হামলার কোনও উল্লেখ নেই।
উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার তদন্ত করতে শুক্রবার নন্দীগ্রামে যান
কমিশনের দুই পর্যবেক্ষক। সাধারণ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
সেখানে তিন জেলার জেলাশাসক – পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। কথা বলেন রাজনৈতিক দলগুলির স্থানীয় নেতৃত্বের সঙ্গে। এর পর কমিশনের কাছে ঘটনা নিয়ে তাঁদের মতামত জানান ২ পর্যবেক্ষক।
গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা করার পর সন্ধ্যা নাগাদ পায়ে গুরুতর আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে হামলা বলে অভিহিত করে তৃণমূল কমিশনের কাছে নালিশও জানায়।