এখনই নয় এনআরসি, পাহাড়ে জনসভা থেকে ঘোষণা শাহর
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ একুশের ভোট মর্যাদার লড়াই । বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। মঙ্গলবার একদিকে যখন কলকাতায়র গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই উত্তরবঙ্গের দার্জিলিঙে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। এর পাশাপাশি শাহর ঘোষণা দেশে এখনই লাগু হবেনা এনআরসি।
এখনই দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। পাহাড়ের সভায় বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এনআরসি নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা দূর করতে তাঁদের যথাসম্ভব আশ্বস্ত করলেন শাহ। জানিয়ে দিলেন, “দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেই। আর যদি ভবিষ্যতে এনআরসি হয়ও, তাতেও গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, আমার কোনও গোর্খা ভাই অনুপ্রবেশকারী নয়।”