27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

Nusrat Jahan : অপেক্ষার অবসান, মা হলেন তারকা-সাংসদ পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত

মা হলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান(Nusrat Jahan)। বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে। সদ্যজাত ও নবজাতককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার রাত থেকেই হাসপাতালে নুসরতের পাশে ছিলেন যশ এমনকি ওটিতে তাঁর পাশেই দেখা গেল যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)।

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, ‘নুসরতের সন্তানের পিতা কি যশ?’ এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই।

প্রথমদিন থেকেই এই সন্তানকে ঘিরে বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু বিতর্ককে পাত্তা না দিয়েই প্রেগন্যান্সির পুরো সময় চুটিয়ে এনজয় করেছেন অভিনেত্রী। নুসরতের এই সিদ্ধান্তে তাঁর পাশে থেকেছেন দেব, মিমি, শুভশ্রী, শ্রাবন্তী, তনুশ্রী ও তাঁর বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।  বুধবার রাতেই  যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন অভিনেত্রী। হাসপাতাল যাওয়ার পথে যশের বাড়িও ঘুরে যান অভিনেত্রী। নুসরত ভর্তি হওয়ার পরই হাসপাতালের চারপাশ কঠোর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরত জাহান (Nusrat Jahan) লেখেন, ‘Faith Over Fear’ অর্থাৎ ভয়কে ছাপিয়ে বিশ্বাসেই অটল রয়েছেন তিনি।

সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.