34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

Nusrat Jahan: আজই মা হতে চলেছেন তারকা-সাংসদ নুসরত জাহান | সকাল সকাল ইনস্টাগ্রামে বিশেষ বার্তা নুসরতের

আজই মা হতে চলেছেন নুসরত, খবর হাসপাতাল সূত্রের। বেলা ১২টা থেকে দুপুর ১টার মধ্যে হবে অপারেশন। গতকাল গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরত। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তারকা-সাংসদ। প্রসবের পর যেকোনওরকম সঙ্কটের মোকাবিলায় প্রস্তুতি সম্পন্নপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। কখন আসবে সেই বিশেষ মুহূর্ত? জানতে আগ্রহী অনেকেই।

সূত্রের খবর, সম্ভবত বৃহস্পতিবার দুপুরেই ভূমিষ্ঠ হতে চলেছে নুসরত জাহানের (Nusrat Jahan) সন্তান। বর্তমানে পাকস্ট্রিটের ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন হবু মা। বুধবার রাত থেকেই হাসপাতালজুড়ে কঠোর নিরাপত্তা। মা হওয়ার আগে কি নুসরত ভয়ে রয়েছেন? বৃহস্পতিবার সকাল সকাল উত্তর দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নুসরত জাহান (Nusrat Jahan) লেখেন, ‘Faith Over Fear‘। যার বাংলা করলে হয়, ‘ভয়ের ছাপিয়ে বিশ্বাস’।

নুসরত ইনস্টাগ্রামে মা হওয়ার দিন সকালেই উঠে এল পজিটিভিটির বার্তা। নো মেকআপ লুকে ধরা দিলেন Nusrat Jahan। চোখে মুখে মাতৃত্বকালীন দ্যুতি। অভিনেত্রীকে দেখা যাচ্ছে জানালার ধারে বসে আছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে সাদা পর্দা। পরনে টি শার্ট, চোখে চশমা। অপেক্ষায় প্রহর গুনছেন যেন।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.