কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
কয়েক রোদ ঝলমলে আবহাওয়ার পর কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে নামল স্বস্তির বৃষ্টি । পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার বেলা গড়াতেই উত্তর ২৪পরগণা ও কলকাতার একাংশে বজ্রগর্ভ মেঘ থেকে শুরুহয় বৃষ্টি ।যার জেরে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে ওইসব অঞ্চলে। বেলা গড়ালে কলকাতা লাগোয়া অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
উপগ্রহ চিত্র অনুসারে উত্তর ২৪ পরগনা , নদিয়া ও লাগোয়া বাঙলাদেশের ওপর তৈরী হয় বজ্রগর্ভ মেঘ ।যার জেড়ে উত্তর ২৪ পরগণা ও কলকাতার উত্তর শহরতলিতে বৃষ্টি শুরু হয়েছে । বৃষ্টি হতে পারে কলকাতা তেও । বৃষ্টি হতে পারে হাওড়া , হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশে ।
মৌসুমী অক্ষরেখা দক্ষিণ থেকে উত্তর দিকে সরে যাওয়ায় গত কয়েকদিন রোদ ঝলমলে আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গে । তার জেরে ক্রমশ বাড়ছিল সর্বোচ্চ তাপমাত্রা ।সঙ্গে সমুদ্র থেকে ঢোকা আর্দ্র হাওয়ায় ভ্যাপসা পরিবেশ তৈরি হয়েছিল রাজ্যজুড়ে ।এদিনের বৃষ্টিতে তা থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে বলে মত আবহাওয়া দফতরের আগামী ৭২ ঘন্টায় এই ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে । তবে দক্ষিণবঙ্গে টানা বর্ষণের সম্ভাবনা এখনই নেই ।ফলে জারি থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি ।