কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
স্কুলের অনলাইন ক্লাসে শিক্ষিকাকে অশ্লীল মেসেজ । প্রতিবাদ করায় শাস্তির কোপ পড়ল শিক্ষিকার উপর ।সাতদিনের জন্য শিক্ষিকাকে ই সাসপেন্ড করল স্কুল । হাওড়ার শিবপুরের একটি নামজাদা ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের তালিবানি শাসনে হতবাক শিক্ষক মহল ।
শিক্ষিকার অভিযোগ গত ২৩ শে আগষ্ট স্কুলের নবম শ্রেণির পরীক্ষা চলাকালীন কিছু পড়ুয়া অনলাইন ক্লাসে নিজেদের মধ্যে অশ্লীল মেসেজের মাধ্যমে কথা বলছিল । এর মধ্যে কিছু পড়ুয়া তার প্রতিবাদ করে বন্ধুদের সংযত হতে বলে , কিন্তু ওই পড়ুয়ারা কোনও বিষয়ে কর্ণপাত না করে তাদের কথাবার্তা চালিয়ে যেতে থাকে । বাধ্য হয়েই সেই পড়ুয়াদের ক্লাস থেকে বার করে দেন শিক্ষিকা । এরপরেই তারা অন্য একটি নাম নিয়ে অনলাইন ক্লাসে ঢুকে অশ্লীল ভাষায় হুমকি দিতে শুরু করে ।
এরপর স্কুলের প্রধান শিক্ষককে ব্যাপারটি জানান তিনি। অভিযোগ , স্কুলের প্রধান শিক্ষক ও বিষয়টি এড়িয়ে চলার পরামর্শ দেন । পরেরদিন ছাত্র দের কাছে হেনস্হা পাওয়া শিক্ষিকা স্কুল কে এই ঘটনার তদন্তের আবেদন জানিয়ে একটি মেল করেন ।কিন্তু এবারেও স্কুলের তরফে শিক্ষিকাকে একটি পাল্টা মেল করে বিষয়টি প্রফেশনাল হ্যাজার্ড এবং তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধান শিক্ষক ।
এরপর ওই শিক্ষিকা হাওড়ার চ্যাটার্জিহাট থানায় একটি জেনারেল ডাইরি করেন । পাশাপাশি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করেন ।ওই অভিযোগে স্কুলের নাম থাকায় স্কুল কর্তৃপক্ষের ক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষিকাকে ।স্কুলের তরফে শিক্ষিকাকে একটি সাসপেনশন লেটার পাঠিয়ে সাতদিনের জন্য তাকে সাসপেন্ড এবং শোকজ করা হয় ।