কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
সময় টা একেবারেই ভালো যাচ্ছে না সিপিএমের ।স্বাধীনতা দিবসে আলিমুদ্দিনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে মস্ত বড়ো ভুল করে বসলেন বিমান বসু ।যা নিয়ে আরো একবার বিতর্কে জড়ালো সিপিএম ।বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে জাতীয় পতাকা তুলতে গিয়ে লক্ষ্য করেন পতাকা উল্টো উঠছে ।তখনই ছুটে আসেন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ।বিপত্তি দেখে মাঝপথেই নামিয়ে ফেলা হয় পতাকা ।তারপর ঠিক করে ফের তা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান ।
তবে শুধু আলিমুদ্দিনে নয় , স্বাধীনতা দিবসে সারা দেশের পার্টি অফিসে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয় ।পাশাপাশি এক বছর ধরে চলবে কর্মসুচী ।ধর্মনিরপেক্ষ , গণতন্ত্র ও সাম্প্রদায়িকতা র বিপদ , দেশের স্বাধীনতায় কমিউনিষ্ট দের ভূমিকা নিয়ে বর্ষব্যাপী চলবে প্রচার ।জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ।রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির দেশভক্তিকে পাল্টা দিতে এবং নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করে জাতীয়তাবাদ উসকে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।কেন্দ্রে বিজেপি সরকার কে হটাতে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে যে পিছপা হবে না সিপিএম , সে ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে ।তারপর জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়ে বিজেপির দেশাত্মবোধ কেই যেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল । কিন্তু তা করতে গিয়ে যে এহেন বিপত্তি হবে , তা বোধহয় কল্পনাও করেনি সিপিএম নেতৃত্ব ।