কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
তালিবানরা পুরোপুরি ভাবে আফগানিস্তানের উপর নিয়ন্ত্রন নিয়েছে। এর ফলে আফগান সরকার তালিবানদের কাছে আত্মসমর্পন করেছে এবং ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছে। আফগান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ কাউন্সিলের প্রধান আবদুল্লাহ এই প্রক্রিয়ায় মধ্যস্থতা করছেন বলে জানা গিয়েছে। সূত্র আরও জানিয়েছে ,নতুন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে আলী আহমদ জালালীকে নিয়োগ করা হবে। এদিকে খবর এসেছে যে , তালিবানরা দেশটির নাম পরিবর্তন করে “ইসলামিক এমিরেটস্ অফ আফগানিস্তান “করতে যাচ্ছে ।এদিকে অভ্যন্তরীণ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীরা পৃথক ভিডিও ক্লিপে আশ্বাস দিয়েছেন যে, আন্তর্জাতিক মিত্ররা শহরটিকে রক্ষা করায় কাবুলের মানুষ নিরাপদে থাকবে।
এর আগে , তালিবানরা এক বিবৃতিতে কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করেছিল এই বলে , তারা আফগান রাজধানী তে সামরিকভাবে প্রবেশ করতে চায় না।কাবুলের দিকে শান্তিপূর্ণ আন্দোলন হবে।
রাষ্ট্রপতি ফজল মামুদ ফজলির প্রশাসনিক ভবনের প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবের সঙ্গে আশরাফ গনি আফগানিস্তান থেকে তাজিকিস্তানের উদ্দেশ্য রওনা হয়ে গেছে। কিছু বিধায়ক ইসলামাবাদে পালিয়ে গেছে।এর আগে আফগান পার্লামেন্টের স্পিকার মীর রহমান রহমানী, ইউনুস কানুনি, মুহাম্মাদ মুহাক, করিম খলিলি, আহমেদ ওয়ালী ও মাসুদ আহমেদ জিয়া ইসলামাবাদে পালিয়ে যান বলে আফগান সংবাদ মাধ্যম জানিয়েছে ।উচ্চ পরিষদের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ একটি ভিডিও ক্লিপে বলেছেন, আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি আফগানিস্তান ত্যাগ করেছেন।
আফগানিস্তান তালিবানদের কাছে নতি স্বীকার করেছে। তালিবান জঙ্গিদের নৃশংসতায় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে এসেছে। বিদেশী সরকার আফগানিস্তানে আটকে থাকা বহিরাগত দের বের করে আনার চেষ্টা শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কাবুল বিমানবন্দর থেকে ১২৯জন যাত্রী নিয়ে দিল্লি পৌঁছেছে। আফগান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নতুন অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে আলী আহমদ জালালী কে নিয়োগ করা হবে।