
বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসুচী কে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল শহর কলকাতায় ।গ্রেফতার করা হল বিজেপির প্রথম সারির নেতাদের ।পুলিশ সূত্রে জানা গিয়েছে , মহামারী আইনে গ্রেফতার করা হয়েছে শুভেন্দু অধিকারী ,দিলীপ ঘোষ ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কেও ।এই ঘটনা ঘিরে বিক্ষোভে ফেটে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ।
সোমবার সকালে ই এই কর্মসূচি তে অংশগ্রহণ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা ও প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত ।ধর্মতলা চত্বর থেকে তাদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ ।পরে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ কে বাসে করে লালবাজারে নিয়ে যাওয়া হয় ।
এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রানী রাসমণি রোড ।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ।পুলিশের দাবি , এই কর্মসূচি পালন করতে বিজেপিকে কোনও অনুমতি দেওয়া হয় নি ।জানা গিয়েছে , খেলা দিবসের পাল্টা পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসুচী পালন করার ডাক দেয় পদ্ম শিবির ।সেই মতো এদিন সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় ।রিনী রাসমণি রোডে বিজেপির ওই কর্মসুচীর জন্য জমায়েত শুরু হতেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ । বিজেপির অভিযোগ , তাদের একাধিক নেতা কে গ্রেফতার করেছে পুলিশ ।
অবস্থান বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ।তারপরে ঘটনাস্থল থেকে ধরপাকড় শুরু করে পুলিশ ।উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী কে বাসে তোলার সময় বাধা দেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ।অবশেষে পুলিশের চাপে বাসে উঠতে বাধ্য হন বিজেপি নেতারা । জানা গিয়েছে , বিজেপি নেতাদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে । মহামারী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রজু করা হচ্ছে ।