27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

খুলছে মিউজিয়াম , পার্ক , আইটি সেক্টরেও ১০০ শতাংশ কর্মী , নির্দেশ দিল নবান্ন

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

কোভিডের বাড়বাড়ন্ত এই রাজ্যে অনেকটাই কমেছে ।যদিও তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত চিকিৎসক মহল। তার মাঝেই বিধিনিষেধ আরও খানিকটা শিথিল করল রাজ্য সরকার । খুলে দেওয়া হল জাদুঘর , মিনার এবং বিনোদনমূলক পার্কগুলি ।সোমবার নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে , গত ১৩ই আগষ্ট রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ ৩১তারিখ পর্যন্ত বাড়িয়েছে সরকার । তবে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ।আরও কিছু কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।নবান্নের বিবৃতি অনুযায়ী ,এবার থেকে সমস্ত জাদুঘর , এএসআই নিয়ন্ত্রিত সমস্ত মনুমেন্ট এবং র রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনোদনমূলক পার্কগুলি খুলে দেওয়া হবে ।তবে সেখানে ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন ।

এছাড়াও আইটি সেক্টর , কারখানা , শিল্পাঞ্চল সমস্ত ই এবার থেকে পুরোদমে কাজ চালাতে পারবে ।এতদিন সেখানে ১০০ শতাংশ কর্মীর উপস্থিতির আদেশ ছিল না ।এখন সেই বিধিনিষেধ তুলে নেওয়া হল । তবে , ১০০ শতাংশ কর্মীর অনুমতি দিলেও নবান্ন জানিয়ে দিয়েছে সকলকে ভ্যাকসিন নিতে হবে ।যথাযথ ভাবে কোভিডবিধি মেনে চলতে হবে । আগামীকাল অর্থাৎ ১৭ ই আগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.