কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
তালিবানদের দখলে আফগানিস্তান। গোটা বিশ্বে এই ঘটনা নিয়ে চলছে তোলপাড় । বলিউডের তারকারা ও এই নিয়ে কথা বলছেন । এবার অভিনেত্রী কঙ্গনা রানাউত ও নিজের মতামত জানালেন ।তিনি দাবি করলেন , নরেন্দ্র মোদী না থাকলে ভারতের অবস্থা ও আফগানিস্তানের মতো হবে ।
আফগানিস্তানের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট করলেন কঙ্গনা ।একটি স্টোরিতে দেখা যাচ্ছে, প্রাণে বাঁচার জন্য কাতারে কাতারে আফগান মানুষ একটি বিমানে ওঠার চেষ্টা করছেন । সঙ্গে কঙ্গনা লিখেছেন , “এটা দেখুন আর মনে রাখবেন এই তালিবানদের পুষ্ট করে পাকিস্তান আর আমেরিকা এদের অস্ত্র দেয় ।আগামীতে মোদি না থাকলে আপনিও এই জায়গায় থাকতে পারেন” ।
আফগানিস্তানের নাগরিকরা প্রাণে বাঁচার জন্য মরিয়া ।এমনকি একজন বিমানের চাকার উপর উঠে পড়েন ।চলন্ত বিমান থেকে তিনি মাঝআকাশেই পড়ে যান । সেই ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন , “জীবন যখন মৃত্যুর থেকেও খারাপ হয়ে যায়” । তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে , রাষ্ট্রপতি ভবন দখল করেছে তালিবানরা ।