কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
অভিনেত্রী রুক্মিণী মৈত্র খুব ই ফুডি । সবরকমের খাবার খেতে ভালবাসেন । কিন্তু তাকে দেখে তা বোঝার উপায় নেই। তিনি নিজেকে খুব সুন্দর ভাবে মেনটেন ও করেন । এহেন , রুক্মিণীর নাকি ইদানীং মিষ্টির প্রতি প্রেম শুরু হয়েছে । মিষ্টি তো ভালবাসেন ই , কিন্তু নির্দিষ্ট ভাবে কিসমিস নাকি তার কারেন্ট ফেবারিট। এ কিসমিস কিন্তু খাবার নয় ।বরঙ রুক্মিণীর আসন্ন ছবি ।সেই ছবির শুটিঙেই কিসমিসের থেকেও মিষ্টি আরও কিছুর খোঁজ তিনি পেলেন । আসলে কিসমিস এর সেটে হাজির দুই খুদে তার কি লাড্ডু এবং উদিতা। এর আগেও দেব ও এই দুই খুদের সঙ্গে ছবি শেয়ার করে তাদের ভালোবাসা জানিয়েছিলেন ।
প্রথমে ২০২০-র পুজো , তারপর ২০২১- এর পুজোতে কিসমিস রিলিজ করার পরিকল্পনা করেছিলেন দেব । কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করেন তিনি ।এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ় করানো সম্ভব। সব কিছু ঠিক থাকলে সিনেমাহলে গিয়ে দর্শককে সিনেমা দেখার অনুরোধ করেছেন তিনি।