কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
প্রোডিউসর ও অনিল কাপুরের কনিষ্ঠা কন্যা রিয়া কাপুর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তার ১২বছরের প্রেমিক করণ বুলানির সাথে ।বিয়ের ঠিক দুদিন পরে শেয়ার করলেন বিয়ের প্রথম ছবি মাথা ভর্তি সিঁদুর , গলায় কুন্দনের সেট আর মুখে চওড়া হাসি – নববধূর লজ্জা আর চাপা উত্তেজনা যেন ঠিকরে বেরোচ্ছে ছবি দিয়ে । পাশে ভরসার হাত ধরে রয়েছেন স্বামী করণ। রিয়া শেয়ার করেছেন তাঁর বিয়ের দিনের অভিজ্ঞতার কথা ।শেয়ার করেছেন ১২বছর ধরে করণের সঙ্গে তাঁর প্রেমপর্ব চলার পরেও বিয়ের দিনে ঠিক কি অবস্থা হয়েছিলো তাঁর ।
তিনি লিখেছেন , বিয়ের দিন তিনি কাঁপছিলেন ও কাঁদছিলেন ।হাজার হোক বিয়ে বলে কথা ।রিয়া আরও লিখেছেন , “ ১২বছর ….. আমার নর্ভাস হওয়া বা আনন্দে গদগদ হওয়া -এই দুটির মধ্যে কোনটাই হওয়া উচিত ছিল না । কারণ , তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু , সবচেয়ে প্রিয় মানুষ ।