কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
হয়ে গেল শ্রীময়ী ও রোহিত সেনের বিয়ে। বহু কাঙ্খিত এই বিয়ের জন্য শ্রীময়ী ও রোহিত দুজনেই উন্মুখ ছিলেন। শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রাণী হালদার আগেই জানিয়েছিলেন, শ্রীময়ীর বিয়েতে তিনি নিজের সোনার গয়না ও শাড়ী পরবেন । সেজন্যে শাড়ি কিনেছিলেন ও তিনি ।
ঘিয়ে রঙা জমিতে লাল জড়ি আর সবুজ পাড়ে সেজে উঠেছিলেন শ্রীময়ী ।মাথায় জুঁই ফুলের মালা , বড় কানঝুমকো , হাত ভর্তি সোনার বালা ,রতনচূড় , গলায় কয়েকটি ভারি সোনার হার ,কপালে টিকলি আর লাল টিপ পরে সত্যিই তিনি অনন্যা ।শক্ত করে ধরলেন রোহিত সেনের হাত ।রোহিত তখন মেরুন ধুতি আর সাদা পাঞ্জাবিতে মুগ্ধ শ্রীময়ীর চোখে ।এলো মালাবদলের পালা ।শ্রীময়ী এগিয়ে এল রোহিত কে মালা পরাতে ।রোহিতের মুখে আনন্দের হাসি ।
শরীর খারাপ কে তুচ্ছ করে রোহিতের জীবনে আজ প্রাণখোলা হাসির দিন ।যে শ্রীময়ীর সব লড়াইয়ের পাশে ছিল রোহিত , আজ সেই শ্রীময়ী ই তার নতুন সংসারে ।বিয়েবাড়ির হইচই , আলোর রোশনাই, ফুলের গন্ধ তার মাঝেই রোহিতের চোখ ফিরে ফিরে যাচ্ছে শ্রীময়ীর দিকে ।কৈশোরের ভীরু প্রেম মধ্য বয়সে এসে পরিণতি পেল। তাই শ্রীময়ীর ঝলমলে হাসিতে কেবল বিয়ের ই গন্ধ।