কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
গতকাল থেকে যাত্রা শুরু হল ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের । নিউজলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের পাহাড়ি রাস্তায় এঁকেবেঁকে ছুটবে ট্রেন ।দুদিকে ঘন সবুজ জঙ্গল , চা বাগান, দূরে পাহাড়ের হাতছানি কামরার মাথার ওপর খোলা আকাশ । প্রাকৃতিক সৌন্দর্য্যের স্বাদ নিতে নিতেই এক জেলা থেকে অন্য জেলায় পাড়ি দেবেন যাত্রীরা ।
শীতাতাপ নিয়ন্ত্রিত বিশেষভাবে সাজানো কামরায় রয়েছে রিভলভিং চেয়ার ।যাতে পর্যটকেরা একদিকে চেয়ারে বসে অন্যদিকের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারেন ।ট্রেনে মোট ৪৪টি আসন ।ভারতীয় রেল সূত্রে খবর , এনজিপি থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন যাতায়াত করবে । শুক্র , শনি , রবি সকাল ৭টা ২০তে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেবে একটি ট্রেন । এই তিনদিন ই দুপুর ২টোয় এনজিপির জন্য ছাড়বে অপর ট্রেন ।
অন্যদিকে , আজ ই অসমে শুরু হওয়ার কথা ভিস্তা ডোম স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন পরিষেবার ।বৃহস্পতিবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে , শনিবার থেকে অসমের গুয়াহাটি থেকে নিউ হাফলং এবং পশ্চিমবঙ্গের নিউজলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি দুটি জনপ্রিয় রুটে ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালু করা হবে ।