নাগরিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ সকাল সকাল ভোট দিলেন পশ্চিম বেহালা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। বেশ কিছু জায়গায় ইভিএম বিকলের কথা শোনা গেলেও মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ বলে জানালেন তিনি।
২০১১ সালে বেহালা পশ্চিম কেন্দ্রে তিনি সিপিএম প্রার্থীকে হারিয়েছিলেন ৬৯ হাজারের মত ভোটে। ২০১৬ সালে অবশ্য কঠিন লড়াই দিয়েছিলেন সিপিএম প্রার্থী কৌস্তভ চট্টোপাধ্যায়। ৯ হাজারের মত ভোটে জিতেছিলেন পার্থ। তৃণমূলের ভোট শেয়ার কমেছিল ১৬ শতাংশেরও বেশি।
বিজেপির অন্যতম তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম কেন্দ্র থকে বিজেপির হয়ে লড়ছেন। এই কেন্দ্রে তাঁর বিপরীতে রয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।