পেডিকিওর ।
মুখের সৌন্দর্য বজায় রাখতে যেমন কি আমি বললাম যে মেনিকিওর আর পেডিকিওর দুটোই খুব দরকার আর অবশ্যই করবেন।।
পায়ের নখ এর সৌন্দর্য ও উজ্জ্বলতা বজায় রাখার জন্য নখ এর পরিচর্যা কে পেডিকিওর বলে।
কি করে করবেন?
উপকরণ;
১. মেনিকিওর বক্স,
২. টাওয়াল,তুলো,
৩. প্যাক লাগানোর
৪. ব্রাশ,
৫. সেম্পু,
৬. জেল,
৭. লবন,
৮. হাইড্রোজেন পার অক্সাইড,
৯. প্লাস্টিকের গামলা,
১০. পিউমিক স্টোন,
১১. পেডিকিওর ব্রাশ,
১২. নেইল পলিশ,
১৩.রিমুভার,
১৪. প্লাস্টিক বাটি,
১৫. কিউটিকল ক্রিম,
১৬. বেস কোট
১৭.টপ কোট,
১৮. ম্যাসাজ ক্রিম,
১৯. স্ক্রাবার,
২০. স্যাডেল প্যাক,
২১. গোলাপ জল লুফে
প্রণালী;
১. প্রথমে রিমুভার দিয়ে নখ এর পুরনো নেইল পলিশ তুলে ফেলতে হবে।
২. প্লাস্টিকের গামলার উষ্ণ জলের মধ্যে শ্যাম্পু,ডেটল,হাইড্রোজেন পার অক্সাইড দিতে হবে।
৩. এই জলে কিছু ক্ষন পা ভিজিয়ে রেখে লুফে, পিউমিক স্টোন,ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।
৪. তারপরে ঠান্ডা জল দিয়ে পা ধুয়ে মুছে নেইল কাটার দিয়ে নখ এর দুই কোন কেটে ফাইলার দিয়ে গোল করে নখ পরিষ্কার করতে হবে।
৫. কিউটিকল ক্রিম নখ এ লাগিয়ে নখ এর দু পাশের মাংস natural nail enamel দিয়ে চেপে বসিয়ে দিতে হবে।কিউটিকল পুসার দিয়ে নখের ওপরে চেছে পরিষ্কার করতে হবে।
৬. এরপরে 10 মিনিট স্ক্র্যাবিং করতে হবে।
৭. এরপরে পা মুছিয়ে ম্যাসাজ ক্রিম লাগিয়া লেগ ম্যাসাজ এর নিয়ম অনুযায়ী ম্যাসাজ করতে হবে।
৮. এরপরে স্যান্ডেল প্যাক এ গোলাপ জল গুলে পুরো পায়ে গোল করে লাগাতে হবে।
৯. প্যাক শুকিয়ে গেলে ভেজা টাওয়াল দিয়ে মুছে মস্ট্রিরাইজার লাগাতে হবে।
১০. নখ এ প্রথম এ বেস coat লাগাতে হবে।এবার নখ এর মাঝে ও 2 পাশে নেইল পলিশ পরাতে হবে।প্রথম coat শুকিয়ে গেলে দ্বিতীয় coat পরাতে হবে।