শনিবার জন্ম নিলে ব্যাক্তির ব্যাক্তিত্ব কেমন হয়?
আজকে আমার আলোচ্য বিষয় হলো শনিবার জন্ম গ্রহণ করলে ব্যাক্তির ব্যাক্তিত্ব কমন হবে।তাহলে শুরু করছি।
শনিবারের অধিপতি দেব হলো সূর্য পুত্র শনি দেব তাই এই বারে।
জন্ম গ্রহণ করি ব্যাক্তির খুব ই আত্য বিশ্বাসী হন।
এনারা কখনো নিজের কথার খেলাপ করেন না।
এনারা বাধা বিপত্তির কে ভয় পান না,অনেক ঝর ঝাপটা পেরিয়ে এনারা সফলতা পায়।
শনিবার জন্ম নাওয়া ব্যাক্তিদের বন্ধুর সংখ্যা কম হয় কিন্তু এনারা নিজের বন্ধুত্বের ওপর খুব e বিশ্বাসী হন।
এনারা খুব ই রাগী সভাব এর হন।কিন্তু পরে রাগ কমে গেলে এনারা নিজের রাগ এর জন্য অনুশোচনা করেন।
শনিবার যে ব্যাক্তির জন্ম হয় তিনি খুব ই আকর্ষণীয় হন।সহজেই এনারা সবার মন জয় করতে পারেন।
এনারা গরীব দুঃখীদের সেবা করতে খুব ই ভালো বাসেন।
এনারা খুব ই বাস্তব বাদি হন।আর নিয়ন করে জীবন যাপন করেন।এনারা বেখেয়ালি জীবন একদম পছন্দ করেন না।
এনারা জীবনে ভুল করলেও সেই ভুল থেকে শিক্ষা নেয় আর জীবনে এগিয়ে চলে।
এনাদের মধ্যে ব্যাবসায়িক বোদ বুধি প্রবল থাকে।এনারা যে কোনো কাজ খুব ই পারফেক্ট ভবে করেন।