আগামীকাল পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বিদ্যুৎ গতিতে বাড়ছে সংক্রমণ। করোনার দ্বিতীয় ঢেউতে যখন বেসামাল গোটা দেশ একের পর এক রাজনৈতিক দলের প্রার্থীরাও আক্রান্ত হচ্ছেন তখনও দলীয় প্রচারে রাশ টানতে দেখা যায়নি বিজেপিকে। এমনকি আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে এসে শহীদ মিনারে সভা করারও কথা ছিল তাঁর। যদিও কোভিড প্রটোকল মেনে মাত্র ৫০০ জনের প্রবেশাধিকার ছিল সেই সভায়। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন মোদী।
নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। ট্যুইটে নরেন্দ্র মোদী যা লিখেছেন তার সারমর্ম হচ্ছে, শুক্রবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। সেই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। তাই তিনি পশ্চিমবঙ্গে আসতে পারছেন না। সংক্ষিপ্ত টুইটে অবশ্য নরেন্দ্র মোদী ভোটের প্রচারে না আসার প্রসঙ্গটি উল্লেখ করেননি।
যদিও রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে প্রথম রাজনৈতিক দল হিসেবে সিপিএম আগেই তাদের নির্বাচনী প্রচার বন্ধ করেছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সিদ্ধান্ত নিয়েছেন। এই সময় নির্বাচনী প্রচার করলে অন্যান্য রাজনৈতিক দলের প্রবল সমালোচনার মুখোমুখি হতে হবে। তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।