- শীতলকুচির ঘটনায় শোকপ্রকাশ মোদীর[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে আজ ১০ এপ্রিল, শনিবার। ওই ৪৪ আসনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৯, হুগলিতে ১০, কোচবিহারে ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি আসন রয়েছে। বাংলায় প্রথম দফায় ৩০, দ্বিতীয় দফায় ৩০ এবং তৃতীয় দফায় ৩১ আসনে ভোট হয়েছে।
চতুর্থ দফার নির্বাচনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্র। সকালে জানা যায় বছর আঠারোর এক তরুণের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। তাকে বিজেপির সমর্থক বলেও দাবি করা হয়।
সকাল ১১.০৮ মিনিটে শীতলকুচির জোড় পাটকিতে ১২৬ নম্বর বুথে গুলি চালনার অভিযোগ ওঠে। ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজনের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন তিনি বলেন কোচবিহারের ঘটনা অত্যন্ত দুঃখজনক, নিহতদের পরিবারের পাশে আছি, বিজেপির প্রতি সমর্থন দেখে ঘাবড়ে গিয়েছে দিদির দল৷ তাই দিদি ও তাঁর গুন্ডারা এমন ঘটনা ঘটিয়েছে৷’ শিলিগুড়ির সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷